প্রেস বিজ্ঞপ্তি :
মিলেমিশে একাকার হয়ে গেছে শ্যামনগরের গাবুরা এলাকার ঐতিহ্যবাহী কিতাবদী সরদারের উত্তরসূরিরা। শনিবার বাদ যোহর কিতাবদী সরদারের ১৪০ জন উত্তরসূরি একত্রে বসে সকলের মধ্যকার ক্ষোভ ও দু:খের মুছে ফেলে আজ থেকে ঐক্যবদ্ধভাবে চলার সিদ্ধান্ত গ্রহণ করে।
ওই পরিবারের সদস্য মিজানুর রহমান জানান, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পূর্ব চাঁদনীমুখা ও নাপিতখালী গ্রামের সুইচ গেট সংলগ্ন ঐতিহ্যবাহি সরদার পরিবারটি নিজের মধ্যে ভুল বুঝা-বুঝির কারণে দীর্ঘদিন একের অন্যের সাথে বিরোধ ছিলো। কিন্তু আজ থেকে সকল সদস্য অতীতের সকল হিংসা-বিভেদ ভুলে আগামীতে ঐক্যবদ্ধ ভাবে জীবন যাপন করবেন বলে ইফতারের পূর্ব মূহূর্তে শপথ গ্রহণ করে। পরবর্তীতে বংশের মুরুব্বী মরহুম কেতাবদী সরদারের কবর জিয়ারত করা হয়।
মিলেমিশে একাকার হয়ে গেছে গাবুরার ঐতিহ্যবাহী সরদার পরিবার
পূর্ববর্তী পোস্ট