বিনোদন সংবাদ: ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা পপি আর ছোটপর্দার অভিনেতা মারজুক রাসেল। দুই ভুবনের দুই বাসিন্দা এবার জুটি বেঁধে দর্শকদের সামনে আসছেন। কবি ও নির্মাতা কামরুজ্জামান কামু পরিচালিত ছবি ‘দি ডিরেক্টর’ তারা জুটি বেধে অভিনয় করেছেন। চলতি বছর ভালোবাসা দিবসে ছবিটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত আসছে ঈদে ছবিটি মুক্তি চূড়ান্ত করেছেন নির্মাতা। তবে বড় পর্দায় নয়, ঈদ উপলক্ষ্যে ছবিটি ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা।
সিনেমা হলে মুক্তি দেওয়ার পরিবর্তে ইউটিউব চ্যানেলে মুক্তির প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা জানান, ২০১৩ সালে সেন্সরে জমা দেওয়া হয় ‘দি ডিরেক্টর’। কিন্তু একাধিক অভিযোগ এনে সে সময় ছবিটির ছাড়পত্র দেওয়া হয়নি। এরপর এ সিনেমা মুক্তির জন্য আন্দোলনের এক পর্যায়ে ২০১৫ সালে সেন্সরের ছাড়পত্র পায় ‘দি ডিরেক্টর’। পরে পরিবেশক জটিলতায় আবারও ঝুলে যায় মুক্তি। ২০১৫ সালে সেন্সর পায় ‘দি ডিরেক্টর’। ছবি মুক্তির ছাড়পত্র পেলেও উপযুক্ত পরিবেশক না পেয়ে আবারও ঝুলে পড়ে ‘দি ডিরেক্টর’ মুক্তি। শেষ পর্যন্ত তাই ইউটিউবে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা।
দি ডিরেক্টর’ ছবিতে ইউটিউবে দেখতে সান বিডিটিউব নামের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে কামরুজ্জামান কামু বলেন, নানা জটিলতায় ছবিটির মুক্তি দীর্ঘায়িত হচ্ছে। অনেক মানুষ ছবিটি দেখতে প্রতীক্ষায় আছেন, যারা নিয়মিত ছবিটির বিষয়ে জানতে চান। তাদের দেখাতে সিদ্ধান্ত নিয়েছি ইউটিউব চ্যানেলে সিনেমাটা মুক্তি দেব। ছবি কেমন হয়েছে, সেটা দর্শক বিচার করবেন।
তিনি বলেন, ছবিটির গান, ট্রেলার, টিজার ইউটিউবে প্রকাশের পরিকল্পনা কথা জানিয়ে কামু বলেন, এরই মধ্যে ইউটিউব চ্যানেলটিতে ছবির দু’টি গান রিলিজ দিয়েছি। এর মধ্যে ‘আমি তোমার ডিরেক্টর, তুমি হিরোইন’ গানটি মারজুক রাসেলের লেখা। কণ্ঠ দিয়েছেন মমতাজ ও মারজুক নিজেই। আর ‘হাতের উপর হাতের পরশ রবে না’ গানটির কথা, সুর ও শিল্পী আমি নিজেই। এরই মধ্যে গান দু’টি গান মানুষের মুখে মুখে ফিরছে।
পপি-মারজুক জুটির ব্যতিক্রমী রসায়নের পাশাপাশি ‘দি ডিরেক্টর’ ছবিতে আরও অভিনয় করেছেন- নাফা, কচি খন্দকার, তারেক মাহমুদ, মোশাররফ করিম, সুইটি, নাফিজা, বাপ্পি আশরাফ, কামরুজ্জামান কামু প্রমুখ।