আশাশুনি ব্যুরো: আশাশুনি থানা পুলিশের অভিযানে গাঁজা ব্যবসায়ী ও ওয়ারেন্টের আসামিসহ আট জনকে আটক করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালামের নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে রবিবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়। এএসআই পূর্ণান্দহরি সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-২৩৬/১৭ (ওয়ারেন্ট) মূলে দিঘলারাইট গ্রামের মনিরউদ্দীন এর ছেলে বিল্লাল হোসন কে প্রতাপনগর বাজার হতে আটক কারেন। এসআই বিজন কুমার সরকার সঙ্গীয় ফোর্স এর সহায়তায় জিআর-৯৪/১৮ (ওয়ারেন্ট) মূলে মহাজনপুর গ্রামের ইনজিল সরদারের ছেলে রহমত কে মহাজনপুর বাজার হতে আটক করেন। এসআই নাজিম হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় জিআর-৯৪/১৮ (ওয়ারেন্ট) মূলে মহাজনপুর গ্রামের মৃত মজিবুর সরদারের ছেলে ইয়াছিন সরদারকে তার নিজ বাড়ী হতে আটক করেন। এএসআই হারুনুর রশিদ সঙ্গীয় অফিসার বিল্লাল হোসেন ও ফোর্স এর সহায়তায় ১০০ গ্রাম গাঁজা সহ আরার গ্রামের মৃত অজেদ আলীর ছেলে গোলাম রসুল ওরফে ছোট নুনু কে কাদাকাটি বলফিল্ডের পার্শ্ব হতে হাতেনাতে আটক করেন। এই সংক্রান্তে আসামীর বিরুদ্ধে আশাশুনি থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এএসআই জাকির হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর-৩৮/১৯ (ওয়ারেন্ট) মূলে হিজলিয়া গ্রামের মৃত ছমির ঢালীর ছেলে ইউনুছ ঢালী কে তার নিজ বাড়ী হতে আটক করেন। এসআই খবির হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় এফসিআর-৩/১৭ (ওয়ারেন্ট) মূলে ফকরাবাদ গ্রামের আছাদুল সরদারের ছেলে বিল্লাল সরদার কে তার নিজ বাড়ী হতে আটক করেন। এএসআই দেবাশীষ মন্ডল সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিআর-৪৬/১৮ (ওয়ারেন্ট) মূলে বসুখালী গ্রামের আলী বক্স এর ছেলে সিরাজুল ইসলাম কে তার নিজ বাড়ী হতে আটক করেন। এএসআই মাল্যা সোহেল সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর-৫৪/১৯ মূলে বুধহাটা গ্রামের আনার মোল্যার ছেলে জিয়ারুল ইসলাম কে তার নিজ বাড়ী হতে আটক করেন। আটককৃত সকল আসামীকে সোমবার সকালে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আশাশুনি থানা পুলিশের অভিযানে আটক ৮
পূর্ববর্তী পোস্ট