বিদেশের খবর: প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুরসির মৃত্যু হয়েছে।
গুপ্তচরবৃত্তি মামলায় একটি ট্রায়াল সেশনের সমাপ্তি শেষে সোমবার (১৭ জুন) আদালতে আনার সময় তিনি মারা যান বলে জানা গেছে । আদালতের রায় শেষে মুর্শিদ হতাশ হয়েছিলেন এবং পরে মারা যান।
মুর্শিদী মুসলিম ব্রাদারহুডের শীর্ষস্থানীয় ব্যক্তি ছিলেন এবং ২০১৩ সালে সামরিক বাহিনী কর্তৃক তাকে ক্ষমতা থেকে বহিস্কার করা হয়েছিল। ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তার প্রার্থীতার আবেদন মিথ্যা প্রমাণের জন্য তিনি সাত বছরের কারাদন্ড প্রদান করছেন এবং তার বিরুদ্ধে আরো কয়েকটি অভিযোগের মুখোমুখি হন। পরে।
২০১১ সালের ১১ই ফেব্রুয়ারি মিশরে সামরিক অভ্যুত্থান ঘটে। সেবার ক্ষমতাচ্যুত হন প্রায় ৩০ বছরের স্বৈরশাসক হোসনি মুবারক। তার প্রায় এক বছর পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মুরসি। তিনি ক্ষমতায় আসেন ২০১২ সালের ৩০শে জুন। কিন্তু এক বছর ক্ষমতায় থাকায় তাকেও সেনাদের রোষানলে পড়তে হলো। ঘটলো অভ্যুত্থান।