তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের বিভিন্ন টিকাদান কেন্দ্রে শনিবার (২২ জুন) ৬ থেকে ১১ মাস বয়সের ৫৩৬ জন শিশু ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৩১৯৪ জন শিশুকে “এ” প্লাস খাওয়ানো হয়েছে। উক্ত ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন, সাতক্ষীরা- ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্জ অধ্যাপক ডাঃ আফম রুহুল হক। এসময় তিনি বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসল শিশুর দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নির্ধারিত বয়সের কোনো শিশুই যাতে এ কর্মসূচি থেকে বাদ না পরে আমরা প্রতিটি পয়েন্টে আমাদের তত্ত্ববধানে রয়েছে। এমনকি শিশুদের নিয়ে অভিভাবকরা যাতে ক্যাম্পে আসেন এর জন্য এলাকায় ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, নলতা হাসপাতালের সুপারিনটেন্ডডেন্ট আবুল ফজল মাহমুদ বাপী, সাতক্ষীরা জর্জ কোর্টের পেশকার আব্দুস সালাম, স্বাস্থ্যসহকারী আব্দুল জলিল, স্বাস্থ্যসহকারী শাহানা পারভীন প্রমূখ।
নলতায় “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট