কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ দেবহাটার রুপসী ম্যানগ্রোভ পিকনিক স্পটটি পরিদর্শনে আসলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব (পিএসিসি) ড. মোঃ হুমায়ুন কবীর। জনপ্রশাসন পদক ২০১৯ এর জন্য বাছাইকৃত আবেদন/উদ্যোগসমূহের মধ্যে দেবহাটা রুপসী ম্যানগ্রোভটি তালিকাভূক্ত হওয়ায় সরেজমিনে পরিদর্শনের তিনি বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৫ টায় রুপসী ম্যানগ্রোভে আসে। এসময় তার সাথে সফরসঙ্গী হিসেবে ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের (পরিসংখ্যান ও গবেষনা কোষ) উপসচিব মোহাম্মদ হোসেন, মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব গাজী তারিক সালমন ও এটুআই প্রোগ্রাম আইসিটি বিভাবের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল মাহমুদ। এসময় দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি ও দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজসহ দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি দেবহাটা উপজেলার শিবনগর মৌজার ১ নং খতিয়ানের ৩৯৮ নং দাগের ইছামতি নদীর তীরে জেগে ওঠা চরভূমি। ভারত-বাংলাদেশ বিভাজনকারী ইছামতি নদীর কুল ঘেষে দেবহাটা উপজেলার শীবনগর গ্রামে গত কয়েক বছর আগে মানুষের চিত্ত বিনোদনের লক্ষ্যে দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে সুন্দরবনের আদলে গড়ে তোলা হয় “রুপসী ম্যানেগ্রাভ” বিনোদন কেন্দ্র। প্রশাসনের পৃষ্টপোষকতায় ইতিমধ্যে অন্যতম একটি বিনোদন কেন্দ্র রুপে রুপ ধারন করেছে। কেন্দ্রটিকে আরো নান্দনিক ও নয়নাভিরাম করে একটি সৌন্দর্যপূর্নভাবে মানুষের চিত্ত বিনোদনের জন্য গড়ে তুলতে ইতিমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়েছে এবং অনেক কাজ এখনো চলমান রয়েছে। এই ম্যানগ্রোভটি ইতিমধ্যে জনপ্রশাসন পদক ২০১৯ এর জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছে। বৃহষ্পতিবার এই পদকে নাম চুড়ান্ত করতে জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব (পিএসিসি) ড. মোঃ হুমায়ুন কবীর এই ম্যানগ্রোভটি পর্যবেক্ষনে আসেন। তিনি এসময় এই ম্যানগ্রোভটির সৌন্দর্য ও প্রাকৃতিক অপরুপ লীলার্ভমি দেখে মুদ্ধ হন। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন রুপসী ম্যানগ্রোভের উন্নয়ন কাজগুলো সার্বক্ষনিক তদারকি করছেন। বর্তমানে প্রায় প্রতিদিনই দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে অপরূপ সৌন্দর্যের তীর্থভূমি রূপসী দেবহাটার ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব বয়সী হাজারো দর্শণার্থীরা চিত্ত বিনোদনের তৃষ্ণা মেটাতে স্বপরিবারে ভিড় জমাচ্ছেন এখানে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন এই পিকনিক স্পটটি আরো সুন্দর করতে নানামুখী উদ্যোগ গ্রহনের কথা জানিয়ে বলেন, প্রকৃতির অপরুপ সৌন্দর্য এই বিনোদন কেন্দ্রটিতে রয়েছে। তাই এটিকে আরো নান্দনিক ও সৌন্দর্যপূর্ন করতে আরো উন্নয়ন কাজ চলমান রয়েছে। এই বিনোদন কেন্দ্রটিতে শহীদ মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাম স্মরনে একটি গেট নির্মান, আরসিসি ঢালাই রাস্তা ও সিসি ঢালাই রাস্তা নির্মান, দিঘীর উপরে ট্রেইল নির্মান ও মিনি চিড়িয়াখানাসহ বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে বলে ইউএনও জানান। পর্যটন কেন্দ্রটির ম্যানেজার দিপঙ্কর কুমার ঘোষ জানান, রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটির রুপকে আরো নান্দনিক ও সৌন্দর্যমন্ডিত করতে প্রতিদিনই এখানে কাজ করতে হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার তদারকিতে সকল ধরনের উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বলে তিনি জানান।
দেবহাটা রুপসী ম্যানগ্রোভ পরিদর্শনে জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব
পূর্ববর্তী পোস্ট