দেবহাটা ব্যুরো: দেবহাটায় ডিআরআরএর উদ্যোগে তিন দিন ব্যাপী ইউথ গ্রুপ সদস্যদের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ডিআরআরএ’র সিবিআইডি প্রকল্পের উদ্যোগে হাদীপুর ডিআরআরএ ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে গত ২৫ তারিখ থেকে শুরু করে বৃহস্পতিবার দিনব্যাপী ৩দিন ব্যাপি উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ১০টি ইউনিয়নের ১০ জন প্রতিবন্ধী ইউথ লিডারদের প্রশিক্ষণে সার্বিক দায়িত্বে ছিলেন সিবিআইডি প্রকল্পের ডিআইসিবি অফিসার দেবাশিষ ঘোষ। প্রশিক্ষণ প্রদান করেন ম্যানেজার আবুল হোসেন ও জিএম আনজির হোসেন এবং দেবাশিষ ঘোষ। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রতাপ কুমার ও সুজাতা ম-ল এবং ইশারা ভাষায় সহায়তা করেন বাবু প্রতাপ কুমার। উল্লেখ্য, ডিআরআরএ একটি উন্নয়নমুখী স্বেচ্ছাসেবী সংগঠন, ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধন লাভ করে সংস্থাটি সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশু ও নারীদের বিশেষ করে প্রতিবন্ধী শিশু ও নারীদের সমাজের উন্নয়নের মূল স্রোতধারায় স¤পৃক্ত করার এক মহা অভিপ্রায় নিয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
দেবহাটায় তিন দিন ব্যাপী নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
পূর্ববর্তী পোস্ট