নিজস্ব প্রতিবেদক : মিথ্যা তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করায় ও সে সংক্রান্ত সংবাদ বিভিন্ন মাধ্যমে প্রচার হওয়ায় মিথ্যা তথ্য উপস্থাপনকারী মোঃ শরিফুল ইসলামের বিরুদ্ধে বৃহষ্পতিবার বিজ্ঞ আদালতে মামলা করেছেন সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় আ’লীগ সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু। যার মামলা নং-সি আর ৩৩৪/১৯(সাত)। শরিফুল ইসলাম, সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার মৃত আবু তালেব সরদারের ছেলে।
বাদী পক্ষের আইনজীবি এড.জি এম মতিন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার বাদী একজন পৌর কাউন্সিলর। জনপ্রতিনিধি হিসাবে তার যতেষ্ট সুনাম রয়েছে। যে বিষয় সম্পর্কে তিনি অবগত নন এমন সব তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে এবং গডফাদার বলে প্রচার করা হয়েছে। যার প্রেক্ষিতে শেখ জাহাঙ্গির হোসেন কালুর সামাজিক সম্মান ক্ষুর্ণ হয়েছে বিধায় তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতে মানহানির মামলা করেছেন। যার প্রেক্ষিতে সকল কাগজ পত্র বিশ্লেষন করে আদালত সমন জারি করেছেন এবং ২১/১১/২০১৯ তারিখে দিন ধার্য্য করেছেন।
এব্যাপারে পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শেখ জাহাঙ্গির হোসেন কালু জানান, সামনে নির্বাচন,আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমার ও আমার লোকজনের বিরুদ্ধে গভীর চক্রান্ত শুরু করেছে। অপরদিকে শহরের রইচপুরের ১৩৩ একর সরকারি সম্পত্তি রক্ষা করতে প্রশাসনকে বিভিন্ন ভাবে সহযোগীতা করায় আমাকে নাজেহাল করার চেষ্টা করছে মহলটি। এই মহলটিই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি আদালতের কাছে বিচার চেয়েছি।
মিথ্যা তথ্য উপস্থাপন করায় কাটিয়ার শরিফুলের বিরুদ্ধে মামলা
পূর্ববর্তী পোস্ট