নিজস্ব প্রতিবেদক : জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম আর খানের ৯১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে রসুলপুরস্থ ভোকেশনাল ট্রেনিং সেন্টারে ‘শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন’র আয়োজনে এ দোয়া ও আলোচনা সভায় শেখ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের যুগ্ম আঞ্চলিক সমন্বয়কারী অধ্যক্ষ সুধাকর বিশ্বাস, প্রধান শিক্ষক সাইফুল আলম প্রমুখ। উপস্থিত ছিলেন আলতাফ হোসেন, মনিরুল আশরাফ, গাজী মিলন, স্বপন, সুমা খানম, শিউলি খাতুনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাও. বদরুজ্জামান। উল্লেখ্য, প্রথিতযশা অধ্যাপক, চিকিৎসক, শিশুবিশেষজ্ঞ, জাতীয় অধ্যাপক ডা. এম আর খান ১৯২৮ সালের ১ আগস্ট সদর উপজেলার রসুলপুর গ্রামের ঐতিহ্যবাহী খান পরিবারে এই শিশুবিশেষজ্ঞ’র জন্ম গ্রহণ করেন। তার পুরো নাম মোহাম্মদ রফি খান। ছোটবেলায় তিনি এলাকায় খোকা নামে অধিক পরিচিত ছিলেন। ১৯৫২ সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর ডা. এম আর খান রসুলপুরের নিজ বাড়ীতে ডাক্তারী পেশা চর্চা শুরু করেন। তখন দূর-দূরান্ত থেকে গুরুতর অসুস্থ রোগীরা গরুর গাড়িতে করে তাঁর চেম্বারে আসতেন। অনেক রোগী আসার পথেই মারা যেত। এই দুর্দশা দূর করতে এম আর খান নিজেই সাইকেল চালিয়ে রোগীদের কাছে যেতে শুরু করেন।
ডা. এম আর খানের ৯১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা
পূর্ববর্তী পোস্ট