নিজস্ব প্রতিবেদক : শিক্ষায় বন প্রতিবেশ আধুনিক বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শোকের মাসে মাস ব্যাপী কর্মসূচির আওতায় বৃক্ষরোপন অভিযান ২০১৯ শুভ উদ্বোধন করা হয়েছে। জেলা সামাজিক বনবিভাগ ও জেলা প্রশাসন এর উদ্যোগে গতকাল সকালে শহরের উপকন্ঠে বিনেরপোতা বাইপাস সড়কের সংযোগস্থলে একটি জারুল গাছ লাগিয়ে বৃক্ষরোপন অভিযান শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মোস্তাফা কামাল। মাসব্যাপী বৃক্ষ রোপন অভিযানের আওতায় জেলায় প্রতিটি স্কুল কলেজ মাদ্রাসায় বৃক্ষ রোপন করা হবে। উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, যে গাছ আমাদের অক্সিজেন দিয়ে প্রান বাঁচিয়ে রাখে সেই গাছ লাগিয়ে বনায়নের রূপ দিতে হবে। যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের দিয়ে গাছ লাগানো অভ্যাসে পরিণত করতে হবে। দেশে সচেতন নাগরিকের নিজ দায়িত্বে গাছ লাগিয়ে অন্যাকে গাছ লাগানোর জন্য সচেতনতা সৃষ্টি করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সামাজিক বন বিভাগের ভার প্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ ও সামাজিক বন বিভাগের শ্যামনগর ও কালিগঞ্জের দায়িত্বে বন কর্মকর্তা মোঃ আওছাফুর রহমান। উপস্থিত দিলেন, জেলা স্কাউটের সাধারন সম্পাদক আছাদুজ্জামান, কমিশনার এমদাদুল হক, জেলা রোভারের কউন্সিলর আবু তালেব সাংবাদিক এম. এ নেওয়াজ, উক্ত বৃক্ষ রোপন অভিযানে ১০টি কলেজের প্রায় অর্ধ শতাধিক রোভার স্কাউট অংশ গ্রহন করে।
সাতক্ষীরায় বৃক্ষ রোপন উদ্বোধন করলেন জেলা প্রশাসক
পূর্ববর্তী পোস্ট