নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরায় মাদক দ্রব্যের অপব্যবহার রোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ভবনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তফাজিুর রহমান। সাতক্ষীরা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি পদক্ষেপের মধ্যে মাদক নির্মূল একটি অন্যতম পদক্ষেপ। দেশে কোন মাদক ব্যবসায়ী থাকবে না। কারণ মাদক যুব সমাজকে ধ্বংস করে। আজকের যুবকরাই আগামী দিনের ভবিষ্যত অথচ মাদকের ছোবলে যুবকরা যাতে ধ্বংস না হয়। এছাড়া ধর্মের দোহাই দিয়ে একটি সুবিধাবাদী মহল জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে। যারা মাদক ও জঙ্গিবাদে জড়িয়ে পড়ে তারা একটি বারও ভাবে না। আমরা আশরাফুল মাখলুকাত। এত সুন্দর সৃষ্টি হয়ে কেন জঙ্গিবাদে জড়িয়ে নিজের জীবন নষ্ট করবো। তবে মাদ্রাসার ছাত্ররা জঙ্গিবাদের সাথে জড়িত এ কথা বলার সুযোগ নেই। কলেজ ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরাও জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। মাদক ও জঙ্গিবাদ রুখতে হলে সকলকেই দায়িত্ব নিতে হবে। তাহলেই মাদক ও জঙ্গিবাদ মুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব হবে।
সমগ্র অনুষ্ঠান পরিচালক করেন, সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল কাদের। পরে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস ও ডেঙ্গু জ¦র প্রতিরোধে সচেতনাতমুলক র্যালি অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী যুব সমাবেশ
পূর্ববর্তী পোস্ট