সীমান্ত প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন সমূহের সাংবাদিকদের সমন্বয়ে গঠিত সীমান্ত প্রেসক্লাবের পূণাঙ্গ কমিটি ঘোষণা ও আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলার ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের প্রাণকেন্দ্র বালিয়াডাঙ্গা বাজারের আনসার ও ভিডিপি ক্লাব অডিটোরিয়ামে উৎসব মুখর পরিবেশে এই আত্মপ্রকাশ ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অনুষ্ঠিত হয়।
কলারোয়া সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর আবু নসর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আত্মপ্রকাশ ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহ নেওয়াজ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা শিক্ষা মোঃ মোজাফফর হোসেন,সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগি অধ্যাপক সানোয়ার হোসেন ,৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আফজাল হোসেন হাবিল ,৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও হোমিওপ্যাথিক চিকিত্সক ডা.আনিছুর রহমান, কলারোয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, কলারোয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও কলারোয়া নিউজের সম্পাদক ও প্রকাশক প্রভাষক আরিফ মাহমুদ, কলারোয়া পৌর প্রেসক্লাবে সভাপতি জুলফিকার আলী, দৈনিক কালের চিত্রের কলারোয়া উপজেলা প্রতিনিধি সরদার জিল্লুর ।
এদিকে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ প্রয়োজনে বাইরে থাকার কারনে মুঠোফোন মারফত সীমান্ত প্রেসক্লাবের জন্য শুভকামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গা বাজার কমিটির সভাপতি সিরাজুল হক, বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াজেদ আলী, শিক্ষক ফিরোজ হাসান,হঠাৎগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসান, আনসার কমান্ডার ওমর আলী সহ আরও অনেকে ।
এ সময় প্রধান অতিথি আর এম সেলিম শাহ নেওয়াজ সীমান্ত প্রেসক্লাবের নবগঠিত কমিটির ঘোষণা করেন । এ সময় দৈনিক কালের চিত্রের কেঁড়াগাছি প্রতিনিধি মেহেদী নেওয়াজকে সভাপতি ,দৈনিক দৃষ্টিপাতের কেঁড়াগাছি প্রতিনিধি অহিদুজ্জামান খোকাকে সহ সভাপতি,দৈনিক সাতক্ষীরা বার্তা,সাপ্তাহিক সূর্যের আলো ও কলারোয়া নিউজের স্টাফ রিপোর্টার শফিকুর রহমানকে সাধারণ সম্পাদক, দৈনিক কালের চিত্রের প্রতিনিধি মোঃ ফারুক হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার কলারোয়া প্রতিনিধি হাবিবুর রহমান সোহাগকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক আজকের সাতক্ষীরার কেঁড়াগাছি প্রতিনিধি হোসেন আলীকে অর্থ সম্পাদক, দৈনিক খুলনাঞ্চলের সাংবাদিক মোঃ আক্তারুজ্জামানকে দপ্তর সম্পাদক, সাপ্তাহিক সূর্যের আলোর কলারোয়া পৌর প্রতিনিধি মিলন দত্ত ও মিল্টন কবির ও লাঙলঝাড়া ইউনিয়নের সাংবাদিক তরিকুল ইসলামকে কার্যনির্বাহী সদস্য মনোনীত করেন।