ডেস্ক: প্রথম দিনে ব্যাটিংয়ে পথ হারানো অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে বল হাতে। নাথান লায়নের দুর্দান্ত স্পিনে লিড নেওয়ার পথ তৈরি করেছে সফরকারীরা।
অধিনায়ক স্টিভ স্মিথের সেঞ্চুরির পরও প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৩০০ রানেই গুটিয়ে যায়। জবাবে দুর্দান্ত শুরু করা ভারত দিনের শেষ সেশনে খেই হারিয়ে ফেলে। ধর্মশালা টেস্টের দ্বিতীয় দিনে ২৪৮ রান তুলতেই ভারত হারিয়েছে ৬টি উইকেট। এখনও ৫২ রানে এগিয়ে রয়েছে অজিরা।
জস হেইজেলউড ও প্যাট কামিন্সও দিন জুড়ে দারুণ বোলিং করলেও নায়ক লায়নই। চা-বিরতির পর প্রথম ওভারেই পুজারাকে ফিরিয়ে লায়নের শিকার শুরু। আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান এবার ৫৭ করেছেন ১৫১ বলে।
লায়নের টার্ন ও বাউন্সে এরপর ফেরেন রাহানে ও করুন নায়ার। অশ্বিনও এদিন শুরু করেছিলেন দারুণ। কিন্তু ৩০ রানে তাকেও ফেরান লায়ন।
দিনটি অারো ভালো হতে পারত অস্ট্রেলিয়ার। দিনের শুরুতেই রাহুলের ক্যাচ ছাড়েন ম্যাট রেনশ। এরপর শেষ বিকেলেও ঋদ্ধিমান সাহার সহজ ক্যাচ তালুবন্দি করতে পারেননি রেনশ।
সকালে প্রথম সেশনে অফ স্টাম্প ঘেষা ডেলিভারিতে মুরালি বিজয়কে ফেরান হেইজেলউড। লোকেশ রাহুল ও চেতেশ্বর পুজারার দৃঢ়তায় প্রথম সেশনে আর উইকেট হারায়নি ভারত।
দ্বিতীয় সেশনেও ভারত হারায় মোটে একটি উইকেট। ৬০ রানে লোকেশ রাহুলকে ফেরান কামিন্স। গতিময় বাউন্সারে হুক করতে গিয়ে বল কাভারে পাঠান রাহুল!
দুর্দান্ত ফর্মে থাকা পুজারা এদিনও খেলছিলেন আরেকটি দুর্দান্ত ইনিংস। ধৈর্যের প্রতিমূর্তি হয়ে আঁকড়ে ছিলেন উইকেট। এই ম্যাচের অধিনায়ক অজিঙ্কা রাহানেও জমে গিয়েছিলেন উইকেটে। ২ উইকেট হারিয়েই দেড়শ পেরিয়ে যায় ভারত। এরপরই চিত্র বদলে দেন লায়ন। দিনের শেষ সেশনে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের নাগালে নেন লায়ন।