দেবহাটা ব্যুরো : Move as One” প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় (সেরিব্রাল পল্সি) মস্তিষ্ক পক্ষাঘাত দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বে-সরকারী স্বেচ্ছাসেবী সংস্থা ডিআরআরএ’র আয়োজনে লিলিয়ানা ফন্ডস’র অর্থায়নে এ দিবস পালিত হয়। শুরুতে র্যালীটি ডিআরআরএ’র হাদিপুর সেন্টার চত্তর হতে বের হয়ে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শেষ হয়। পরে হাদিপুর আহছানীয়া মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে আলোচনা সভায় ডিআরআরএ’র আঞ্চলিক সমন্বয়কারী জিএম আনজির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, ডিআরআরএ’র প্রোগ্রাম অফিসার দেবাশীষ ঘোষ, পিটিএ আছাদুল হক, প্রতাপ কুমার পাল, এপিটি তৃপ্তি খাতুন, এসএনটি নমিতা মজুমদার, সুজাতা মন্ডল, প্রতিবন্ধী শিশুর অভিভাবক মাকছুদা খাতুন, সাইমা খাতুন প্রমুখ। এসময় প্রতিবন্ধীদের শিক্ষা, স্বাস্থ্য ও সরকারি সুযোগ সুবিধা প্রদানের বিভিন্ন বিষয়ে আলোচনার করেন বক্তরা। এছাড়া সরকারের পাশাপাশি বে-সরকারি সংস্থা ডিআরআরএ কাজ করে যাচ্ছে। তারই অংশ বিশেষ বিশ্বের ন্যায় ৬ অক্টোবর এই দিবস পালনের মাধ্যমে প্রতিবন্ধীদের পাশে এগিয়ে আসতে এবং সিপি শিশুদের নিয়মিত চিকিৎসা সেবা নেওয়ার আহবান জানানো হয়।
ডিআরআরএ’র উদ্যোগে সেরিব্রাল পল্সি দিবস পালিত
পূর্ববর্তী পোস্ট