বি এম আলাউদ্দীন: শারদীয় উৎসবের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশের উন্নয়ন ও কল্যানে ধর্ম-বর্ন নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
রবিবার সন্ধ্যায় উপজেলার বড়দল ইউনিয়নের নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে সকলের প্রতি এ আহ্বান জানান। এসময় আরো বলেন, দেশ জুড়ে জাতি-ধর্ম-বর্ন নির্বিশেষে গোটা বাঙালী শারদীয় উৎসবে মেতে উঠেছে।
বর্তমান সরকারের শাসনামলে বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্বব্যাপী দৃষ্টান্ত স্থাপন করেছে। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকলে একসঙ্গে ধর্মীয় উৎসব পালন করে। ঠিক একইভাবে ধর্মীয় উৎসব পালনের মতোই জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে অসাম্প্রদায়িক এই বাংলাদেশের উন্নয়ন ও কল্যানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবি এম মোস্তাকিম।
পুজা মন্ডপ পরিদর্শনকালে প্রত্যেকটি পুজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় শেষে আর্থিক সহায়তাও প্রদান করেন।
এসময় সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা মৎস্যজীবী কমিটির সভাপতি মোল্ল্যা রফিকুল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জগদীশ চন্দ্র সানা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, সাংবাদিক এম এম সাহেব আলী, শিক্ষক রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডার সভাপতি মহাশীন আলী লিটন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ হাসান বাবু, সাধারণ সম্পাদক আবু রায়হান সুমন, আল-আমিন যুব সংঘের সভাপতি এস এম শরিফুল ইসলাম, কালাম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আ”লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।