নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদরের ভোমরা স্থলবন্দরের ৪টি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের শ্রমিক অসন্তোষের ফলে সৃষ্ট সমস্যা সমাধান ও ভোমরা স্থল বন্দরের সকল কার্যক্রমে শান্তি বজায় রেখে সুষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে ভোমরা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে ভোমরা স্থল বন্দর কতৃপক্ষের কনফারেন্স রুমে সাতক্ষীরা -০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় সাংসদ রবি বলেন, যারা গায়ের ঘাম ঝরিয়ে পরিশ্রম করে দেশের উন্নয়নের চাকা সচল রাখে তাদের ক্ষতি করে ফায়দা হাসিল করে তারা কখনও ভালো মানুষ হতে পারেনা। নিজেদের মধ্যে কোন বিভেদ সৃষ্টি করে বিশৃংঙ্খলা সৃষ্টি করা যাবেনা। ভোট গণতান্ত্রিক অধিকার। তাই সকল শ্রমিক দের অংশগ্রহণে সদস্য তালিকা তৈরি করে নির্বাচন করতে হবে। সে লক্ষ্যে যতদ্রুত সম্ভব কমিটি গঠন করে সুষ্ঠ নির্বাচনের আশ্বাস প্রদান করেন। ব্যক্তি স্বার্থ ভুলে সমষ্টিগত স্বার্থে সকলের যাতে উপকার হয় সেটা মাথায় রাখতে হবে। এ সময় সাংসদ নেতৃবৃন্দের বিভিন্ন অভিযোগের কথা শোনেন এবং সকলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন হবে বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, ভোমরা স্থল বন্দর কতৃপক্ষ সহকারী পরিচালক পার্থ ঘোষ, ভোমরা সি.এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান নাসিম, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, সাংসদের ব্যক্তিগত সহকারী মকসুমুল হাকিম, ইউপি সদস্য মোনাজাত আলী গাজী, শ্রমিক নেতা আব্দুল করিম, কামরুল ইসলাম, আনার উদ্দিন, বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ফেডারেশন ভোমরা বন্দর শাখার সভাপতি মীর মহিতুল আলম, সাধারণ সম্পাদক আজিবুর রহমান আলিম, আব্দুস সাত্তার জুয়েল, ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- খুলনা-১১৫৯ এর সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনয়ন রেজিঃ নং- খুলনা- ১১৫৫ এ সভাপতি রেজাউল ইসলাম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, ভোমরা বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ১৯৬৪ এর সভাপতি আবু ছালেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ১৭২২ এর সভাপতি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবিদ হোসেনসহ ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট