পলাশ দেবনাথ, নুরনগর : শ্যামনগর উপজেলায় ঘুর্ণিঝড় বুলবুল এর তান্ডপের এক দিন আগে থেকে নুরনগর এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকায় বিভ্রান্তিতে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারন মানুষ। উপজেলার সর্বত্র বিদ্যুৎ লাইনের তার ছিড়ে পড়া সহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ বিভাগের কাজ ধীর গতির কারনে বিদ্যুৎ লাইন মেরামতে আগামী আরও কত দিন লাগবে তা জানেন না কেহ। পল্লি বিদ্যুতের লাগাতার ভাবে বিদ্যুৎ বন্ধের কারনে অত্র এলাকার বিভিন্ন কল কারখানার কাজ বন্ধ হওয়া সহ মানুষের সার্বক্ষনিক প্রয়োজনীয় মোবাইল ফোনে চার্জ না থাকায় যোগাযোগ বিছিন্ন হচ্ছে। নুরনগর বাজার সহ বিভিন্ন স্থানে বিকল্প হিসেবে ১০টাকার বিনিময়ে চলছে জেনারেটর দিয়ে চার্জের ব্যবস্থা। সাধারন মানুষের ভাষ্য মতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার অনুযায়ী ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। কিন্তু পল্লী বিদ্যুতের উদাসিনতার কারনে সামান্য সমস্য সমাধান করতে সময় লাগে লাগাম হিন। গ্রাহকরা জানতে চায় পল্লী বিদ্যুতের জনবল কি কম? যদি এমন ভাবে বিদ্যুৎ লাইন মেরামতে কালক্ষেপন করা হয় তাহলে ডিজিটাল বাংলাদেশ গড়ায় ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করেন সচেতন মহল। বিষয়টিকে আমলে নিয়ে উদ্ধতন কর্মকর্তাগনের তদারকি প্রয়োজন বলে গ্রাহকদের দাবি।
নুরনগরে বিদ্যুৎ বিভ্রান্তিতে অতিষ্ঠ জনসাধারণ
পূর্ববর্তী পোস্ট