বিনোদন ডেস্ক: বলিউডের এক সময়ের সুপারহিট নায়িকা মমতা কুলকার্নির বিরুদ্ধে অভিযোগ ছিল আন্তর্জাতিক মাদক-পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার। তার হেফাজত থেকে মাদক উদ্ধার হওয়ার অভিযোগও করেছিল পুলিশ। প্রথম থেকে নিজেকে নির্দোষ দাবি করলেও থানের এক জেলা আদালত বৃহস্পতিবার এ অভিনেত্রী এবং তার স্বামী ভিকি গোস্বামীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, মমতার বিরুদ্ধে কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ মেসেজ, ভয়েস মেসেজের মতো তথ্যপ্রমাণ তাদের হাতে ছিল। সেগুলি আদালতে দেওয়া হয়েছে। আর তারপরই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তথ্যপ্রমাণের জন্য বয়ান রেকর্ড করা হয়েছে আরও কয়েকজন অভিযুক্তের।
থানে ক্রাইম ব্রাঞ্চের অ্যাসিস্টান্ট পুলিশ কমিশনার ভারত শেলখে জানিয়েছেন, পুলিশের কাছে মমতার বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে। একজন অভিযুক্ত নিজের দোষ কবুল করার পাশাপাশি ড্রাগস চক্রে মমতা কুলকার্নির ভূমিকার কথাও পুলিশকে জানিয়েছে।