দেশের খবর: ময়মনসিংহের ত্রিশালে এক প্রবাসীর বাড়িতে অভিযান চালিয়ে ৭ হাজার কেজি লবণ জব্দ করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন শফিকুল ইসলাম, পারভেজ উদ্দিন, সালেক মিয়া, হৃদয় ইসলাম।
মুনাফার লোভে পড়ে এই লবণগুলো মজুদ করেন তারা।
জানা গেছে, লবণের কৃত্রিম সংকট তৈরির অপরাধে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ত্রিশাল উপজেলার ধলা বাজারের প্রবাসী মজিবুর রহমানের বাড়িতে ময়মনসিংহ ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে অভিযান চালানো হয়। সেখানে মজুদ থাকা ৭ হাজার কেজি লবণ জব্দ কর হয়। এছাড়া ৪ ব্যক্তিকে আটক করে ডিবি পুলিশ।
ময়মনসিংহ ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ গণমাধ্যমকে জানান, দেশে লবণের দাম বেড়েছে এ গুজবকে কাজে লাগিয়ে একটি চক্র অতিরিক্ত মুনাফার জন্য বাড়িতে লবণ মজুদ রাখে। এ সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ৭ হাজার কেজি লবণ জব্দ করে মজুদকারী ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে।