দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে বর্তমান সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান পুনরায় সভাপতি ও বর্তমান সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি পুনরায় সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। দেবহাটা উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে ১ ডিসেম্বর রবিবার কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হন তারা। এরআগে সকাল সাড়ে ১০ টায় সখিপুর ইউনিয়ন পরিষদে এই সম্মেলনের উদ্বোধন করেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি। সম্মানীত অতিথি হিসেবে ছিলেন যথাক্রমে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্য্যনির্বাহী সদস্য এস.এম কামাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্য্যনির্বাহী সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন এবং সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম।সম্মেলনের প্রথম পর্যায়ে সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। দুপুরের পরে দ্বিতীয় পর্যায়ে ভোটারদের সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। ২৩১ জন কাউন্সিলরদের ভোটে বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান ১০১ ভোট পেয়ে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গণি ৭১ ভোট এবং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ৫৮ ভোট পান। এছাড়া সাধারন সম্পাদক হিসেবে বর্তমান টানা ২ বার সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত মনিরুজ্জামান মনি ১৪৫ ভোট পেয়ে পুনরায় সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম ৮০ ভোট ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রউফ ৬ ভোট পান। বিকাল ৪ টার দিকে এই ফলাফল ঘোষনা করা হয়।
পূর্ববর্তী পোস্ট