আবারও শক্তিশালী নারীর চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। সৃজিত মুখার্জির ‘বেগম জান’ ছবির মূল চরিত্রে দেখা যাবে বিদ্যাকে। এটি মূলত কলকাতার রাজকাহিনী’র হিন্দি সংস্করণ।
১৯৪৭ সালে দেশভাগের সময় একটি পতিতালয়কে ঘিরে চলেছে ছবির কাহিনি যার পেছনে ছিল চিরাচরিত পুরুষতন্ত্র। ছবিটি নিয়ে বিদ্যা বলেন, ‘ছবিতে বেগম জান পুরুষতন্ত্রকে ছুঁড়ে ফেলতে চায়। সে খুবই ক্ষমতাবান এবং কাউকে তার প্রয়োজন নেই। রাজার (নাসিরউদ্দিন শাহ) সঙ্গে তার একটি অতীত ছিল। কিন্তু সব ছাপিয়ে চরিত্রটি দারুণ। সে ইচ্ছা করে পুরুষতন্ত্র উপড়ে ফেলতে চায় না।’
দেশভাগের সময় নারীর ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে বিদ্যা বলেন, ‘এই দেশ কখনোই নারীদের ছিল না। নারীরা বরারবরই দ্বিতীয় শ্রেনির। আপনি যেই ধর্ম, বর্ণ কিংবা শ্রেণিরই হন না কেন সিদ্ধান্ত সবসময় পুরুষই নেবে। এজন্য বেগম জান গুরুত্বপূর্ণ। এই চরিত্রটি জীবনের চেয়ে অনেক বড়।’
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া