নিজস্ব প্রতিবেদক: জমি জমাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীকে মারপিটের ঘটনা ঘটেছে। ৬ ডিসেম্বর ১৯ শুক্রবার বিকালে সদর উপজেলার মাগুরা গ্রামে এ ঘটনা ঘটেছে । এ ঘটনায় ভুক্তভুগী আমিনা বেগম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা গেছে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে মাগুরা মোল্লা পাড়া এলাকার আশরাফ আলীর সাথে একই এলাকার খোরশেদ মোল্লার পুত্র ইলিয়াছ হোসেন, ইদ্রিস আলীর পুত্র রায়হান মৃত ছহিলউদ্দিন মোল্লার পুত্র খোরশেদ মোল্লা গং দের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল । এর জের ধরে ৬ ডিসেম্বর ১৯ শুক্রবার বিকালে উল্লেখিত খোরশেদ মোল্লার পুত্র ইলিয়াছ হোসেন, ইদ্রিস আলীর পুত্র রায়হান মৃত ছহিলউদ্দিন মোল্লার পুত্র খোরশেদ মোল্লা, খোরশেদ মোল্লার স্ত্রী রেঞ্জুয়ারা, ইদ্রিস আলীর স্ত্রী খালেদা বেগম সহ ১০/১৫ জন সংঘবদ্ধ বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে আশরাফ আলীর বাড়িতে হামলা চালিয়ে আশরাফ আলীকে বেধড়ক মারিপিট করে এসময় আশরাফ আলীর স্ত্রী বাঁচাতে আসলে তাকেও মারপিট করে। তাদের শিশু কন্যাকে কোল থেকে কেড়ে নিয়ে মারপিঠ করে রক্তপাত ঘটায়। এসময় তাদের ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনা স্থল ত্যাগ করে। স্বামী কাজের জন্য বাইরে থাকার কারনে হামলাকারীরা প্রায় রাতে তাকে কুপ্রস্তাব দেয় এবং বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখায় বলে জানান আমেনা খাতুন ।
জমি জমা সংক্রান্ত বিরোধে স্বামী স্ত্রীকে পিটিয়ে জখম
পূর্ববর্তী পোস্ট