বিনোদন সংবাদ: আলোচিত ছবি ‘শাহেনশাহ’ মুক্তি পাচ্ছে ৬ মার্চ। প্রযোজক সেলিম খান সোমবার সন্ধ্যায় খবরটি নিশ্চিত করে বলেন, সিনেমা হলের মালিক, বুকিং এজেন্টদের অনুরোধে ৬ মার্চ ‘শাহেনশাহ’ মুক্তি দিচ্ছি। তারা খুব করে ধরেছে।
‘শাহেনশাহ’ ছবিতে প্রথমবার স্ক্রিন শেয়ার করেছেন শীর্ষ অভিনেতা শাকিব খান ও নুসরাত ফারিয়া। ছবিতে আছেন নবাগত আরেক নায়িকা রোদেলা জান্নাত।
সোমবার দুপুরে শাহেনশাহ মুক্তির জন্য প্রযোজক ও পরিবেশক সমিতিতে চিঠিও দিয়েছেন বলে জানান সেলিম খান। তিনি আরও বলেন, শাহেনশাহ ঈদে মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু সিদ্ধান্ত বদলে ফেলেছি। ঈদে মুক্তি দেওয়া হবে বিদ্রোহ, যে ছবির নাম ছিল ক্রিমিনাল। ওই ছবিটি শাহীন সুমন পরিচালিত, অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলী।
খোঁজ নিয়ে জানা যায়, ৬ মার্চ অন্যদুটি ছবির মুক্তির তারিখ নেয়া প্রযোজক সমিতি থেকে। উৎসব ব্যতীত দুইয়ের অধিক ছবি মুক্তির নিয়ম নেই, তাহলে ‘শাহেনশান’ মুক্তি পাবে কীভাবে? এ প্রসঙ্গে প্রযোজক সমিতির সেক্রেটারি শামসুল আলম বলেন, মুঠোফোনে প্রযোজক বিষয়টি জানিয়েছেন। শুনেছি লিখিত দিয়েছেন।
সিনেমা হল বাঁচাতে বড় আয়োজনের ছবি দরকার। হয়তো বিশেষ বিবেচনায় ছবিটি মুক্তির ডেট দিতে পারি। মঙ্গলবার এ ব্যাপারে প্রযোজক সমিতিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
শামীম আহমেদ রনি পরিচালিত শাপলা মিডিয়া প্রযোজিত ‘শাহেনশাহ’ ছবির অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, উজ্জ্বল,আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি।