কে এম রেজাউল করিম : দেবহাটায় জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের উপর আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টারে অর্ন্তভুক্তি সম্পর্কিত একটি আনন্দ শোভা যাত্রা উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হলরুমে এসে আলোচনা সভা সমবেত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান ,সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, কৃষি কর্মকর্তা শরীফ মো. তিতুমীর, মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এস আই নয়ন চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা অধির কুমার গাইন, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রউফ প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট