প্রেস বিজ্ঞপ্তি: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মশত বার্ষিকীতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৭ মার্চ ২০২০ তারিখে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দেওয়াল পত্রিকা ‘বজ্রকন্ঠ’ উদ্বোধন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব পুষ্প কানন উদ্বোধন, কেক কাটা, আলোচনা সভা, দোয়া ও প্রার্থনা। স্কুলের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্কুলের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুস ছোবহান। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক জাহাঙ্গীর কবির, মোশারফ হোসেন, মৃত্যুঞ্জয় আঢ্য, ভৈরব চন্দ্র মন্ডল, আব্দুল কাদের, গিয়াসউদ্দিন সানা, নজরউদ্দিন সরদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারি শিক্ষক মো. নজিবুল ইসলাম, দেবব্রত ঘোষ, অরুণ কুমার মন্ডল, হাফিজুল ইসলাম, গীতা রাণী সাহা, খালেদা খাতুন, শামীমা আক্তার, ভানুবতি সরকার, মৃণাল বিশ্বাস, ভৈরব চন্দ্র পাল, সঞ্জয় দাস, রবিউল ইসলাম, লুৎফর রহমান, লুৎফুন্নাহার প্রমুখ। এছাড়া স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারি শিক্ষক মো. নজিবুল ইসলাম।
পূর্ববর্তী পোস্ট