কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে প্রস্তাবিত সড়ক পরিবহন আইন ২০১৭ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল ১০টায় কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি শেষে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক আবু তাহের, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলী নুর হোসেন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রঞ্জু, শ্রমিক ইউনিয়ন অফিস সহকারী প্রদীপ কুমার ঘোষ, বাস চালক মহিউদ্দিন, এবাদুল ইসলাম, ইনছাফ আলী, সুরমান আলী, শাহাদাৎ হোসেন, আমজাদ হোসেন, শোকর আলী, নুর মোহাম্মাদ প্রমুখ। বক্তরা আরো বলেন সড়ক পরিবহন আইন ২০১৭ সংশোধনী প্রস্তাব বাস্তবায়নে সরকারের কাছে দাবি উত্থাপন, সংশোধনী বাস্তবায়নের জন্য বৃহত্তর আনন্দোলনের জনমত সৃষ্টির উপর গুরুত্ত্ব আরোপ, মহান মে দিবসে উপলক্ষে শ্রমিক সমাবেশ জোরদার, মালিক-শ্রমিক স্বার্থবিরোধী ধারা উপধারা বাতিলসহ ২মে মঙ্গলবার দেশব্যাপি বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হবে।
পূর্ববর্তী পোস্ট