নিজস্ব প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে সাতক্ষীরা মন্দিরের পুরোহিত ও পুরোহিতসহকারীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে এ উপহার সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ার্যান আসাদুজ্জামান বাবু।
আসাদুজ্জামান বাবু’র দেশ-বিদেশের অবস্থানকারী আতœীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের আর্থিক সহযোগিতায় উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, সারা বিশ^ এখন মহাকান্তিকাল অতিবাহিত করছে। বাংলাদেশের অনেকেই আক্রান্ত হয়েছে। ইতোমধ্যে চিকিৎসকসহ প্রায় দেড়শতাধিক মানুষ মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। কিন্তু এ সংকটে কর্মহীন হয়ে পড়া মধ্যম শ্রেণির মানুষ বিপাকে পড়েছেন। তাদের সহযোগিতা করার জন্য দেশ-বিদেশে অবস্থানরত বন্ধুবান্ধব ও আতœীয়স্বজনের অর্থায়নে এ উপহার সামগ্রী (খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী) পৌছে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ কুমার গুহ, জেলা মন্দির সমিতির যুগ্ম সম্পাদক নিত্যনন্দ আমীন, হিন্দু বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক বাসু দেব সিংহ প্রমুখ।
পরে বিকাল ৪টায় সাতক্ষীরা শহরে অবস্থানকারী তৃতীয় লিঙ্গের (হিজড়া) সদস্যদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন।
পূর্ববর্তী পোস্ট