কালিগঞ্জ প্রতিনিধি॥ নারীদের স্বাস্থ্য ঝুকি কমাতে সেনেটারী ন্যাপকিন ব্যবহারের বিকল্প নেই এই শ্লোগানকে সামনে রেখে মহামারি করোনা ভাইরাসে গৃহবন্ধি অসহায় কর্মহীন নারীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বে-সরকারী উন্নয়ন সংগঠন প্রেরণার আয়োজনে শনিবার দুপুরে প্রেরণা কার্যালয়ে এই সামগ্রী বিতরণ করা হয়। প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামীর সভাপতিত্বে ও সহকারী পরিচালক গোবিন্দ গোস্বামীর পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্চু প্রমূখ। এসময় প্রেরণার পরিচালক বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে তাদের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে নানা ধরণের কর্মসূচী গ্রহন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এপ্রিল মাস থেকে সংগঠনের কর্মীদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার ও স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়। পর্যায়ক্রমে জুলাই মাস পর্যন্ত এই কার্যক্রম চলবে। এছাড়া ঘরবন্দী কর্মীদের বাড়ি বসে যাতে পথিত ও বাড়ির আঙিনায় শাক সবজি লাগাতে পারে সে জন্য বিভিন্ন প্রকার শাক সবজির বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট