কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে ঘর্ণিঝড়ে পড়ে যাওয়া গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিবন্ধী নবম শ্রেণীর শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগে থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২১ মে বেলা ১১ টায় দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের দুলাবালা গ্রামে। থানা ও এলাকাবাসি সূত্রে জানাযায়, দুলাবালা গ্রামের আব্দুস সাত্তারের সাথে প্রতিবেশী জোহর গাজীর ছেলে শহিদুল, ফজলু, সিরাজুল, নজরুল এর সাথে বাড়ির সীমানায় ঝড়ে পড়ে যাওয়া গাছ কাটাকে কেন্দ্র করে গোলযোগ বাঁধে। এসময় তারা জোরপূর্বক তাদের লাগানো গাছ কেটে নিয়ে যেতে চাইলে সুরাত আলী মাধ্যমিক বিদ্যালয়ের বাক প্রতিবন্ধী নবম শ্রেনীর শিক্ষার্থী আব্দুস সাত্তারের কন্যা আমেনা খাতুন (১৬), তার বড় বোন আবিরন খাতুন (১৮) নিষেধ করে এবং বাঁধাদেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে আমেনাকে বেদম মারপিট করলে তার ডাক চিৎকারে বড় বোন আবিরন ঠেকাতে এলে তাকে ও পিটিয়ে জখম করে। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় আমেনার শারীরিক অবস্থার খারাপ হওয়ায় চিকিৎকরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করে। এঘটনায় আহত প্রতিবন্ধীর মা জাহানারা বেগম বাদি হয়ে ৬জনকে আসামি করে কালিগঞ্জ থানায় একটি মামলা করেছে। এদিকে বাক প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারপিট ও নির্যাতনের ঘটনায় তার পাশে যেয়ে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নারী কণ্ঠ উন্নয়ন সংস্থার কিশোরী প্রজেক্টের উপজেলা সুপার ভাইজার নজিফা খাতুন।
পূর্ববর্তী পোস্ট