কালিগঞ্জ প্রতিনিধি : গৌরব, ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ধারাবাহিকতায় কেক-কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে কালিগঞ্জে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ সকল আন্দোলনে সামনের কাতারে ছিল বাংলাদেশ ছাত্রলীগ। ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনটি ৭৩ বছর পার করেছে। আ‘লীগের জন্মের আগেই ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি সৃষ্টি হয় ছাত্রলীগের সংগঠণ। ৫২’র ভাষা আন্দোলণ, ৬২’র শিক্ষা আন্দোলণ, ৬৬ ছয় দফা, ৬৯’র গণঅভ্যূত্থান, ৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে ছাত্রলীগ ছিল আগ্রভাগে। নেতা মানে কতৃত্ব নয়, নেতা হলো উজ্জীবক। সুশীল সমাজ তৈরীর একমাত্র বাতিঘর হলো বাংলাদেশ ছাত্রলীগ। কি পেলাম সেটা বড় কথা নয়, মানুষকে কি দিতে পেরেছি সেটির নামই হলো বাংলাদেশ ছাত্রলীগ। শিক্ষা, শান্তি ও প্রগতি শ্লোগানকে সামনে রেখে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তগন। উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী নূর আহমেদ রনির সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথিব বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা মহিলা আ‘লীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, কুশুলিয়া ইউনিয়ন আ‘লীগের সভাপতি কাজী কাওফিল-অরা সজল, ধলবাড়িয়া ইউনিয়ন আ‘লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আ‘লীগ নেতা আশেক মেহেদী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিএম, সিরাজুল ইসলাম, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, কৃষ্ণরগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আলম বাবু, সাধারণ সম্পাদক শেখ শাহাজান হোসেন, রতনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইবাদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ শরিফ, ধলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মৌতলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবু সরদার, ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল হোসেন, কুশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের আরফিন ওপু ও আশরাফুল ইসলাম সোহেল, আজিজুর রহমান নয়ন ও শোভন প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট