প্রেস বিজ্ঞপ্তি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর ছুরিকাঘাত ও মধ্যরাতে ছাত্রাবাসে অতর্কিত সন্ত্রাসী হামলা চালানোর প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল৪টায় সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয় ও সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির ব্যানারে সাতক্ষীরা প্রেস ক্লাবের সম্মুখ সড়কে এই প্রতিবাদ কর্মসূচী পালিত হয়।
সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রবিউল ইসলাম নীরবের সঞ্চালনায় মানববন্ধনে সাতক্ষীরার সর্বস্তরের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।
শিক্ষার্থীরা এই বর্বরোচিত হামলাকে উদ্বেগজনক ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার অন্তরায় উল্লেখ করে বলেন, বরিশালে শিক্ষার্থীদের উপর যারা এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তাদের দ্রুত চিহ্নিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তা নাহলে ছাত্ররা এসব মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলবে।