মাহফিজুল ইসলাম আককাজ : বাংলাদেশ শিশু একাডেমিতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৭-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাতক্ষীরার বর্ণমালা একাডেমির চার জন শিশু শিক্ষার্থী বিজয়ী হয়েছে। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৭ এ সাতক্ষীরার ঐতিহ্যবাহী সৃজনশীল এ সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থীরা দলীয় আঞ্চলিক নৃত্যে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। বর্ণমালা একাডেমির এ কৃর্তী শিক্ষার্থীরা হলেন পি.এন বিয়াম (ইংলিশ মিডিয়াম) ল্যাবরেটরী স্কুলের শিক্ষার্থী আফিফা আনতারা ঝিলিক, নোশিন তাবাচ্ছুম সুজানা, সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের ¯েœহা বিশ্বাস এবং সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী অহনা বণিক গল্প। জাতীয় শিশু একাডেমী মিলনায়তনে বিজয়ী শিশুদের হাতে পদক ও পুরস্কার তুলে দেন মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান ঔপন্যাসিক সেলিনা হোসেন এবং পরিচালক আনজির লিটন বক্তব্য রাখেন। পরে রাষ্ট্রপতি শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান উপভোগ করেন। তাদের এ সাফল্যে নৃত্য প্রশিক্ষক নাহিদা পারভীন পান্না এবং জাতীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বর্ণমালা একাডেমীর পরিচালক শামীমা পারভীন রতœা।