শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগরে ৬শত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।৩০জুন (বুধবার) বেলা সাড়ে ১১টায় নবনির্মিত উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে ২০২০-২১ অর্থ বছরে খরিপ ০২/২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশী আমন আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়ানিক সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন,বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান(সাঈদ), মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ূব (ডলি) প্রমূখ।
উপজেলা কৃষি অফিসার এস.এম.এনামুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃজিয়াউল হক। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে প্রত্যেক কৃষককে ৫কেজি ধান বীজ,১০কেজি ডিএপি সার ও ১০ কেজি পটাশ প্যাকেজ হিসেবে প্রদান করা হয়। বর্ষা মৌসূমে এ ধরণের সাহায্য পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করে কর্তৃপক্ষকে আন্তরিক ধণ্যবাদ জানান।