প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কাশিমাড়ি ইউনিয়নের চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার করেছে স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবীরা।
শনিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় কাশিমাড়ি ইউনিয়নের খেঁজুরআঁটি থেকে নতুন বাজার রাস্তাটির কিছু জায়গায় সংস্কার করে তারা।
রাস্তা সংস্কার কাজে স্বেচ্ছাশ্রম অংশ নেন শরুব ইয়ুথ টিম এর কাশিমাড়ি ইউনিটের টিম লিডার ফরিদ হোসেন, সদস্য মামুন হোসেন, ইমদাদুল হক মিলন, নাইম ইসলাম, সাফায়েত ইসলাম, ইমরান হোসেনসহ প্রমূখ।
রাস্তা সংস্কার প্রসঙ্গে শরুব-এর কাশিমাড়ি ইউনিটের টিম লিডার ফরিদ হোসেন বলেন, বর্ষার মৌষুম ধরে খেঁজুরআঁটি থেকে নতুন বাজার রাস্তাটির কিছু অংশের ইট উঠে খাদে পরিণত হয়। সেখানে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনপ্রতিনিধিরাও রাস্তাটি সংস্কার করেনি। তাই আমরা শরুব এর স্বেচ্ছাসেবকরা স্বেচ্ছায় দায়িত্ব নিয়ে রাস্তাটি সংস্কার করেছি।
শরুব-এর প্রতিষ্ঠাতা পরিচালক এস এম জান্নাতুল নাইম বলেন, শ্যামনগর উপজেলায় আমাদের শরুব-এর ১২টি টিম রয়েছে। আমরা সবসময় জনকল্যানমূলক কাজ করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় ওই রাস্তাটি সংস্কার করা হয়।