নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের রাজাপুর তালগাছ থেকে পড়ে শেখ খোরশেদ আলম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
পারিবারিক সুত্রে জানা যায়, ১৪ অক্টোবর বেলা আনুমানিক ১১ টার সময় চাম্পাফুল ইউনিয়নের রাজাপুর গ্রামের শেখ খোরশেদ আলম নিজ বাড়ির উঠানে তালগাছে পাতা কাটতে উঠলে দুর্ঘটনা বসত গাছ থেকে পড়ে মৃত্যু ঘটে।
মরহুমের বড় ছেলে মোঃ আনিছুর রহমান জানান, আজ সকাল থেকে বাড়িতে আব্বা খোরশেদ আলম ছাড়া আর কেউ উপস্থিত ছিলো না। অনুমান করা হচ্ছে তিনি তালগাছে পাতা কাটতে উঠছিলেন।
পাশের বাড়ি থেকে কিছু পড়ার শব্দ শুনলেও কিছু না দেখতে পেয়ে গুরুত্ব দেয়নি। বড় ছেলে আনিছুর রহমান ১ টার দিকে বাড়িতে এসে আব্বাকে না দেখতে পেয়ে খোঁজ করার এক পর্যায়ে তালগাছ তলায় ভুট হয়ে পড়ে থাকতে দেখে।
পরবর্তীতে লোকজন ডাকলে খোরশেদ আলমকে মৃত্যু দেখতে পায়। ঘটনা একনজর দেখার জন্য মরহুমের বাড়িতে ভিড় পড়েছে।
এলাকাবাসী জানান, এলাকায় কোন ব্যক্তি মারা গেলে খোরশেদ আলম স্বেচ্ছায় যেয়ে কবর খুড়ত, আর আজ কবর খোড়া খোরশেদ আলমকে দাফনের জন্য অন্যকে কবর খুড়তে হবে।
তিনি গ্রামে একজন ভালো ও সৎ ব্যক্তি হিসেবে পরিচিত। মরহুমের তিন ছেলে এবং এক মেয়ে আছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক ও এলাকার সুধিজন তৎক্ষণাৎ ঘটনা স্থলে উপস্থিত হন।