প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা সদর উপজেলার বেকার কিন্তু ল্যাপটপ এবং ইন্টারনেট সুবিধা রয়েছে এমন ছেলে মেয়েদের নিয়ে আউটসোর্সিং প্রশিক্ষণ শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে জেলার ২০ জন প্রশিক্ষণার্থী নিয়ে ২৬ কর্মদিবস ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার সহযোগিতায় প্রশিক্ষণ বাস্তবায়ন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সাতক্ষীরা সদর উপজেলা।
প্রশিক্ষণ সমন্বয় করেন, ইউডিএফ সাতক্ষীরা সদর দেবু বিশ্বাস এবং সহকারী প্রোগ্রামার শরিফুল ইসলাম।