কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই দফায় কালিগঞ্জ সরকারী কলেজে ভোট গ্রহনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। বাংলাদেশ নির্বাচন কমিশনের আয়োজনে ও উপজেলা নির্বাচন কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদ নির্বাচন-২১ উপলক্ষে প্রশিক্ষণ প্রদান করেন খুলনা বিভাগীয় আঞ্চালিক কর্মকর্তা ইউনূস আলী। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার জন্য সকলে মিলে টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে হবে। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নিজের নৈতিক দায়িত্ব পালনের মধ্যদিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে। নির্বাচনে ম্যাজিষ্ট্রেট, র্যাব, পুলিশ, বিজেপি, আনসার ভিডিপিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মাঠে থাকবে।
প্রশিক্ষণে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব রুহুল আমিন মল্লিক তিনি বলেন, নির্বাচনে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের নৈতিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে হবে। প্রশিক্ষণ চলাকালে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পি। সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির, উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবুল কালাম আজাদ সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। আগামি ২৮ নভেম্বর উপজেলার ১২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।