কালিগঞ্জে প্রতিনিধিঃ
কালিগঞ্জে অপুষ্ট শিশুর ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই অপুষ্ট শিশুর ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অায়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় ব্যবস্থাপনা বিষয়ক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুষ্টি কর্মকর্তা ইউনিসেফ খুলনা ডাঃ শাহনাজ বেগম, বিভাগীয় পুষ্টি কনস্যালট্যান্ট ইউনিসেফ খুলনা শারমিন অাক্তার।
এছাড়াও সভায় অারো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র টেকনিক্যাল এ্যাডভাইজার ডাঃ মোস্তাক অাহমেদ, এমসিএইচএন এ্যাডভাইজার ফিরোজ অাহমেদ, ডিওএম, প্রনতি কসতা, এসএস, স্পেশালিস্ট সৈয়দ নুর-এ- অালম সিদ্দিকি। অনুষ্ঠানে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, নার্স, এমটি-ইপিঅাই, স্টোর কিপার উপস্থিত ছিলেন।