কালিগঞ্জ প্রতিনিধি :
ভারত থেকে অবৈধ পথে বিপুল পরিমান পাতার বিড়ি নিয়ে অাসার সময় ভ্যানসহ আবু বক্কর সিদ্দিক (৩০) নামের চোরাকারবারীকে অাটক করেছে বিজিবি’র সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে বসন্তপুর বিজিবি’র টহল দল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টা দিকে সেকেন্দানগর চৌমুহুনী এলাকা থেকে তাকে আটক করা। সে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের উজয়মারী গ্রামের এলাহী বক্সের ছেলে।
থানা লকাপে অাটক আবু বাক্কার সিদ্দিক সাংবাদিদের বলেন, সে পেশায় একজন ভ্যান চালক। কিছু কাপড়ের বস্তা নিয়ে অাসার জন্য উকসা গ্রামের আব্দুল জব্বারের ছেলে রেজাউল, বাগদারিয়ালা গ্রামের মৃত ফকির মল্লিকের ছেলে গফুর মল্লিক ও উজয়মারী গ্রামের মৃত শামসুর আলীর ছেলে সাত্তার ভ্যান ভাড়া নেয়। তার ভ্যানে ৫টি বস্তা তুলে দিয়ে সেকেন্দার নগর এলাকায় পৌছালে টহলরত বিজিবি’র সদস্যরা তাকে আটক করলে সঙ্গীরা পালিয়ে যায়। বসন্তপুর ক্যাম্পের নায়েব সুবেদার বন্দে আলী জানান, টহলরত বিজিবির সদস্যরা পাঁচটি বস্তার মধ্যে ১৬০০০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করেছে। যার অানুমানিক মূল্যে প্রায় ৫ লাখ টাকা। এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নাম্বার ২১।
কালিগঞ্জে বিজিবি’র অভিযানে ভারতীয় পাতার বিড়ি উদ্ধার।