একরামুজামান জনিঃ বাংলাদেশ খ্যাতিমান কার্টুনিষ্ট সাতক্ষীরার কৃতি সন্তান নজরুল ইসলামের স্মরণে কার্টুন অংকন প্রতিযোগিতা, কার্টুন বিষয়ক কর্মশালা,নজরুলের কার্টুন প্রদর্শনী ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। (১৮ মার্চ)শুক্রবার সকালে ঈক্ষন সাংস্কৃতিক সংসদ সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের সভাপতি ও প্রতিষ্ঠাতা পল্টু বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিত্রকর – কবি কলকাতা শ্যামল জানা,
উক্ত কার্টুন প্রতিযোগিতা ও স্মরণসভায় ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পদ কাজী মাসুদুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কালিগঞ্জ কলেজের অবসর প্রপ্ত অধ্যাপক গাজী আজিজুল রহমান,
চিত্রকর কার্টুনিষ্ট নজরুলের স্ত্রী রওশন আরা,কবি অধ্যাপক শুভ্র আহমেদ,অধ্যক্ষ আব্দুল হামিদ, কার্টুনিষ্ট নজরুলের বন্ধু গাজী আলী আরশাদ, সাতক্ষীরা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ইউনিভার্সিটি আর্ট সাতক্ষীরার পরিচালক আব্দুর সবুর,
জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহিদুর রহমান,কার্টুনিষ্ট নজরুলের ছেলে ইঞ্জিনিয়ার জাবিউল রহমান। উক্ত কার্টুন অংকন প্রতিযোগিতা ৩৫ জন অংশ গ্রহণ করেন। এ সময় বক্তরা বলেন নজরুলের মতো কার্টুনিষ্ট হতে হবে শিশুদের এবং সাতক্ষীরায় সর্ব প্রথম নজরুলের স্মরণে কার্টুন প্রতিযোগিতা হয়েছে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত, পড়া শুনার পাশাপাশি ছবি আকা সহ কার্টুন আঁকালে নজরুলের মতো কার্টুনিষ্ট হবে বলে বক্তরা বলেন।