দেবহাটা ব্যুরো : দেবহাটায় পুলিশের পক্ষ থেকে গৃহহীনকে ঘর হস্তান্তর ও থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় সার্ভিস ডেস্ক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১০ এপ্রিল, ২২ ইং) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশ কর্তৃক ‘দেশের ৬৫৯টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় স্থাপিত সার্ভিস ডেস্ক’-এর উদ্বোধন এবং গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তর’ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে এই উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনী ঘোষনার পরে দেবহাটা থানার উদ্যোগে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের সহায়ক হিসেবে বাংলাদেশ পুলিশ কর্তৃক বাস্তবায়িত মুজিববর্ষ উপলক্ষ্যে হতদরিদ্র পরিবারের জন্য গৃহ নির্মান প্রকল্পের আওতায় দেবহাটা সদর ইউনিয়নের দেবহাটা মৌজায় সর্বশেষ বিআরএস ৪৪৩ নং খতিয়ানে ০.০১৬৫ একর জমির উপর নির্মিত হতদরিদ্র বয়স্ক মহিলা মোছাঃ সবুজান খাতুনের কাছে বসতঘরের জমি ও ঘরের চাবি হস্তান্তর করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ।
ওসি শেখ ওবায়দুল্লাহ নির্মিত ঘরের সম্মুখে চাবি ও জমির কাগজ হস্তান্তর করার সময় উপস্থিত সাধারন মানুষের উদ্দ্যেশ্যে মুজিববর্ষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং প্রধানমন্ত্রীর জন্য সকলকে দোয়া করার আহবান জানান। ওসি বলেন, পুলিশ সর্বদা জনগনের সেবক হিসেবে কাজ করছে এবং আগামীতেও করবে।
এসময় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই আসিফ মাহমুদ, মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, সাংবাদিক কে এম রেজাউল করিম। প্রেসক্লাবের সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, থানার পিএসআই তুহিন হোসেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।