সাতক্ষীরাতে পৌরসভার ওয়াস কনজুমার গ্রুপ সদস্যদের নিয়ে হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর আয়োজনে সাতক্ষীরা পৌরসভার ওয়াস সেবায় মানবাধিকার সংক্রান্ত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
১০ এপ্রিল সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু কনফারেন্স কক্ষ অনুষ্ঠিত কর্মশালা পরিচালনা করেন সংস্থার মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত ও টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার।
মানবাধিকার কী, মৌলিক মানবাধিকার বিষয় সমুহ কী কী, মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য, মানবাধিকার সম্মত ওয়াস সেবা নিশ্চিত, একজন ক্রেতা মানবাধিকারের কোন বিষয়কে সামনে রেখে ওয়াস পণ্য বা সেবা ক্রয় করবেন, এবং এ ক্ষেত্রে ওয়াস কনজুমার গ্রুপ কিভাবে সহযোগিতা করতে পারে, ওয়াস পন্যের গুণগত মান কিভাবে ক্রেতার অধিকার রক্ষা করে এবং ক্রেতার অধিকার সম্মত পণ্য ও এর গ্রহণযোগ্যতা কিভাবে তৈরী করা যায়,
সকল ক্রেতার পন্য বা সেবা ক্রয়ে কিভাবে সমসুযোগ তৈরী করা যায়, ব্যবসায়ীদের পণ্যের গুণগতমান ঠিক রাখার ক্ষেত্রে ওয়াস কনজুমার গ্রুপ সদস্যদের কাজের ক্ষেত্র ও কিভাবে সহযোগিতা করতে পারবেন, তথ্য অধিকারের ক্ষেত্রে কনজুমার গ্রুপ সদস্য কোন কোন ক্ষেত্রে এবং কিভাবে সহযোগিতা করতে পারে এবং সর্বোপরি মানবাধিকার নিশ্চিত পূর্বক ওয়াস সেবা প্রদানের ক্ষেত্রে কনজুমার গ্রুপ কীভাবে সহযোগিতা করতে পারে এ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কনজুমার গ্রুপ সদস্যদের মধ্যে তিলোকা রানী, প্রভাতী রায়, পূজা দত্ত, পিংকী রানী দাশ, হোসনেআরা, মারিয়া সুলতানা, চম্পা রানী দাস,
ফাতেমা খাতুন, তাইয়্যেবা, মায়া রানী রায়, আফরোজা, সাদিয়া সাবরিন, ও রীমা খাতুন। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে। প্রেস বিজ্ঞপ্তি