ভারত সরকারের প্রস্তাবে জাতিসংঘ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক যোগ দিবস বেশ উৎসাহের সাথে পালিত হলো সাতক্ষীরাতে। ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি আয়োজি ৮ম বর্ষের অনুষ্ঠানের জমকালো আয়োজন ২১ জুন মঙ্গলবার বেলা ৯টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
প্রায় ৫শত ছাত্র-শিক্ষক এই আয়োজনে অংশ গ্রহন করেন।
ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষের উদ্যোগে
বিভিন্ন প্রকার যোগ ব্যায়াম প্রদর্শন করেন কর্ণ বিশ্বাস কেডি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মেডিসিন বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা শিক্ষক কিশোরী মোহন সরকার। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ দাস, শিক্ষক গাজী মোমিন উদ্দিন,
পলাশ বিশ্বাস প্রমুখ।
অতিথিরা বলেন, শরীরকে সুস্থ ও নীরোগ রাখতে যোগ ব্যায়াম সর্বোৎকৃষ্ট পন্থা। আমাদের সকলেরই সুস্থ থাকতে প্রতিদিনই সাধ্যানুযায়ী কিছু না কিছু যোগ ব্যায়াম করা উচিত। প্রেস বিজ্ঞপ্তি