কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় মুজিববর্ষের উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া গৃহ পেলেন আরো ৫৪জন অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃুহ হস্তান্তর উদ্বোধন করার পরপরই দেবহাটার কুলিয়া ইউনিয়ন ও নওয়াপাড়া ইউনিয়নের গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পের আওতায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গৃহগুলো হস্তান্তর করা হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানজিলুর রহমান। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন আমার দেশে কোন মানুষ গৃহহীন থাকবেনা, সকল ভূমিহীন ও গৃহহীন পরিবার যারা এক সময় অন্যের আশ্রয়ে ভাঙা ঘরে থাকতেন, ছিলো না নিজস্ব কোন স্থায়ী ঠিকানা, কিন্তু এখন আজ তারাই প্রধানমন্ত্রীর বিশেষ উপহারের ঘর পেয়ে খুঁজে পেয়েছে তাদের স্থায়ী ঠিকানা।
তারা পেয়েছেন নতুন জীবন, সেই সাথে বেঁধেছে সম্প্রীতির বন্ধন। এখন এই অসহায় মানুষগুলো সব কিছু পেয়ে শ্বপ্ন আর আনন্দে পরিবার নিয়ে বাস করছেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণই প্রধানমন্ত্রীর এমন উদ্যোগ। এটা বিশ্বের দরবারে বিরল দৃষ্টান্ত বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি,এম স্পর্শ। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান সাহেব আলী, উপজেলা বিআরডিবি কর্মকর্তা তানজিয়ারাসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে অসহায় ৫৪ জনকে জমির দলিল, নাম পত্তন, জমির খাজনাসহ সকল কাগজপত্র হস্তান্তর করা হয়। পরে একই স্থানে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদেরকে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড প্রদান করা হ