টলি অভিনেত্রীদের অভিনয়ের দক্ষতা তো সকলেই দেখে থাকেন সিনেমার পর্দায়। এবং তাদের অভিনয় দক্ষতার জেরেই ফ্যান ফলোয়ার্সের সংখ্যা এতো বেশি। রূপে গুণে সব দিক দিয়েই এগিয়ে এই অভিনেত্রীদের একটু কাছ থেকে জানা যাক। তাদের শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা সেই কথাই আজ জানাবো আপনাদের৷
১। বলা যায় টলিউের এখন ১ নং পজিশনে রয়েছেন মিমি। কারণ তার ঝুলিতে একের পর হিট ছবির রেকর্ড রয়েছে। সেই মিমি আশুতোষ কলেজ থেকে ইংলিশে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন।
২। শুভশ্রী গঙ্গোপাধ্যায়৷ রাজের সঙ্গে ব্রেক-আপের খবর তাকে ফের একবার এনে দিয়েছে শিরোনামে৷ তিনি অভিনয়ে বেশ পারদর্শী তা সকলেরই জানা, শিক্ষার দিক দিয়েও তিনি বেশ এগিয়ে৷ লখনউতে তিনি ইন্ডিয়ান ইন্সটিটিউট থেকে মাস্টার্স করেন, পরে ইনফরমেশন টেকনোলজির উপর আরও একটি মাস্টার্স করেন।
৩। রুক্মিণী মিত্র দেবের গার্লফ্রেন্ড হিসেবে বেশ জনপ্রিয়, সম্প্রতি দেবের সঙ্গেই বড় পর্দায় পা রেখেছেন। সেই রুক্মিণী লরেটো কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পরে এমবিএ-ও শেষ করেন।
৪। এবার আসা যাক টলিউডের অন্যতম অভিজ্ঞ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর কথায়৷ কারণ ঋতু টলিউডে ভীষণই জনপ্রিয় সেই ঋতু লেডি ব্রেবর্ন থেকে ইতিহাসে গ্র্যাজুয়েশনও কমপ্লিট করেছেন৷
৫। পায়েল সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন৷ পাশাপাশি অভিনয়েও বেশ খ্যাতি অর্জন করেছেন তিনি৷
৬। পাওলি দাম বিদ্যাসাগর কলেজ থেকে কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রাজাবাজার সায়েন্স কলেজ থেকে কেমিস্ট্রিতে পোস্ট গ্রাজুয়েটও করেন, আজ টলি ইন্ডাস্ট্রির প্রথম সারির অন্যতম অভিনেত্রী পাওলি৷ সূত্র: কলকাতা নিউজ24×7