সাতক্ষীরা পৌরসভার গরীব, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের মাঝে উন্নত পানি, পয়ঃনিষ্কাণ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সিমাভী’র অর্থায়নে ওয়াস এসডিজি নামক একটি প্রকল্প বাস্তবায়ন করছে।
প্রকল্পের ধারাবাহিক বিভিন্ন কাজের অংশ হিসেবে রসুলপুর সাতক্ষীরাতে ওয়াস পণ্যের পরিচিতি ও চাহিদা বৃদ্ধি শীর্ষক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠেয় সভায় পণ্যের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন স্যানিটেশন ব্যবসায়ী আব্দুল গফফার, স্যানিটারি ন্যাপকিন ব্যবসায়ী জেসমিন আরাসহ অন্যান্য। সভায় ওয়াস বিষয়ক ছবি গ্যলারী, স্বাস্থ্য সম্মত টয়লেট ও ওয়াস পণ্য উপস্থাপন করা হয়। সভায় ওয়াস বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মধ্যে উন্নত স্যানিটেশন ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। অনুষ্ঠান শুরুতে সভার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) মাকেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার।
উল্লেখ্য এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে। প্রেস বিজ্ঞপ্তি