অস্ত্রোপচারের পর শুরু হয়েছে পেসার মোস্তাফিজুর রহমানের পুনর্বাসন প্রক্রিয়া। ১১ই আগস্ট অস্ত্রোপচার হয় তার বাঁ কাঁধে। এরপর কিছুদিন ছিলেন বিশ্রামে। এখন শুরু হয়েছে তার পুনর্বাসন প্রক্রিয়া।
সামনে আফগানিস্তান-ইংল্যান্ড সিরিজ। কিন্তু ইনজুরির কারণে এই দুই সিরিজেই খেলতে পারবেন না মোস্তাফিজ।
অস্ত্রোপচারের পর তার পুনর্বাসনের প্রথম ধাপ শুরু হয়ে গেছে। সপ্তাহখানেকের ভেতর শুরু হবে পরের ধাপ। যেটিতে দীর্ঘ সময় লাগবে।
তবে বর্তমানে ভাল আছেন বলে সম্প্রতি জানিয়েছেন মোস্তাফিজ। গত সোমবার বিসিবিতে তিনি বলেন, এখন অনেক ভালো আছি। অপারেশনের পর ৬ সপ্তাহের মতো পার হয়েছে। ডাক্তার যেভাবে বলেছে, সেভাবেই কাজগুলো করছি। সবকিছু ভালোর দিকে যাচ্ছে।
গত জুলাইয়ে সাসেক্সের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন কাটার মাস্টার।