নিজস্ব প্রতিনিধিঃ নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। জেলা কৃষক দলের আয়োজনে বৃহস্পতিবার বিকালে শহরের নিউমার্কেট মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে নিউমার্কেট মোড় থেকে বার্ণঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড় গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর বিএনপির সদস্য সচিব তাসকিন আহমেদ চিশতি।
জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি’র সঞ্চালনা এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ বন বিষয়ক এ্যাড,মাহবুল আলম শাহিন,,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হোসেন,কৃষক দলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান হাফিজ,যুগ্ম আহবায়ক কাজী আহসান হাবিব, যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম সহ আরো অনেকে। দিবসটি উপলক্ষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে শুভসূচা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন,বিগত ১৫ বছর বাংলাদেশের জনগণ নির্বাচিত সরকার দেখতে পারেনি। বিনা ভোটে অবৈধভাবে আওয়ামী লীগ সরকার রাজত্ব করেছে। ক্ষমতায় থাকাকালীন তারা সব সেক্টরে লুটপাট করেছে। দেশের অর্থ বিদেশে পাচার করেছে। দেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন। বক্তারা আরো বলেন, এদেশে কৃষি বিপ্লব ঘটানোর জন্য তিনি খালকাটা কর্মসূচি হাতে নিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই খালকাটা কর্মসূচি পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনা সরকার খাল কেটে কুমির আনা হয়েছে বলে অপপ্রচার চালিয়েছে। শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনামলে অন্যান্য সেক্টরের মতো কৃষি সেক্টরকে ধ্বংস করার মাধ্যমে কৃষকদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে।আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের নেতৃত্বে একটি কৃষিবান্ধব স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাবো।