নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর মৃত্যু হয়েছে। রোববার বেলা ১২টার দিকে সাতক্ষীরা শহরের আমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সোবহান(৬৭) পৌর এলাকার মধ্যকাটিয়া গ্রামের মৃত শামজেদ আলী সরদারের পুত্র। তিনি সাতক্ষীরা জেলা খামারবাড়িতে উচ্চসহকারী থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন।
নিহতের স্বজনরা জানান, আজ সকাল ১১টার দিকে বাজার করার জন্য বাড়ি থেকে বের হয় আব্দুস সোহবান। বাজার করে বাড়ি ফেরার পথে আমতলা মোড়ে পৌছালে বিপরীত থেকে আসা একটি দ্রæতগামী মোটর সাইকেলের সংঘর্ষ হলে তিনি মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রæত সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ##