নিজস্ব প্রতিনিধি : তালার কুমিরা মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। রোববার ওই শিক্ষকের শাস্তির দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে ওই শিক্ষককে কারন দর্শানোর নোটিশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
ছাত্রীরা জানান, কলেজের ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন দ্বাদশ শ্রেণির প্রায় ১০ জন ছাত্রীকে বিভিন্ন সময়ে কু প্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে দুই একজন ছাত্রীর মোবাইলে আপত্তিকর ভিডিও পাঠান শিক্ষক মামুন। এনিয়ে কলেজের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাত্রীরা।
তবে অভিযুক্ত শিক্ষক আব্দুল্লাহ আল মামুন এ অভিযোগ অস্বীকার করে বলেন তার ফেসবুক আইডিটি হ্যাক করা হয়েছে। এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন।
এবিষয়ে কলেজের অধ্যক্ষ লুৎফুন নেছার সাথে যোগাযোগ করলে তিনি বলেন ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
কলেজের সভাপতি তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো: রাসেল বলেন, এধরনের অপ্রীতিকর খবর পেয়েছি। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সত্যতা প্রমানিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। ##